- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-২-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৭
গোবিন্দগঞ্জে শ্রমিক হত্যায় গ্রেপ্তার ২
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি-২৩) সকালে সুদেব কুমার সরকার (৩৫) কে হত্যার ঘটনায় বিথী দধি ভান্ডার কারখানার ম্যানেজার সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- কারখানা ম্যানেজার বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী গ্রামের খোকন ঘোষের পুত্র সুমন ঘোষ ( ২৮) ও শিবগঞ্জ উপজেলার গাংনগর মাঝপাড়া গ্রামের বীরেন দাসের পুত্র মনির দাস( ২২)।
গত শনিবার রাতে শহরের পান্থাপাড়া এলাক্য়া বিথী দধি ভান্ডারের কারখানায় ছুরিকাঘাতে নিহত হয় সুদেব চন্দ্র। তিনি বগুড়া শিববগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র দাসের ছেলে। নিহত সুদেব ওই কারখানার শ্রমিক ছিলেন।
এ বিষয়ে সুদেবের ছোট ভাই অনিক সরকার শনিবার মধ্যরাতে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে গ্রেপ্তার দুই জনকে এজাহার নামীয় আসামি করে আরও ২-৩ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয় নিহত সুদেব গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) রাতে মামলার বাদী অনিকের সাথে মোবাইলে নিরাপত্তাহীনতার কথা জানায়। সুদেব তাকে জানায় বিথী দধি ভান্ডারের কারখানার ম্যানেজার সুমনের সাথে তার দ্বন্দ্ব হয়েছে। সুমন তাকে নানা ধরণের হুমকী ভয়ভীতি দেখিয়েছে। এ ঘটনার পরদিন শনিবার ( ২৫ ফেব্রয়ারী) সকালেই তকে ছুরিকাঘাতে হত্যা করার খবর পাওয়ায় যায়।
গোবিন্দগঞ্জ থানাার অফিসার ইনচার্জ (তদš)Í বুলবুল ইসলাম জানান, মত বিরোধের জের ধরে সুদেবকে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃত সুমন ও মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। এরই পরিপ্রেক্ষীতে আজ রবিবার (২৬ ফেব্রয়ারী) দুপুরে আসামীদের ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দি রের্কডের জন্য আদালতে প্রেরণ করা হয়।